ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই সব দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
1

ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই সব দ্বিধা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সবাইকে কাঁদা ছোড়াছুড়ির না করার আহ্বান জানান তিনি। এদিকে, রাজনৈতিক দলগুলোর সমালোচনা সহ্য হয় না বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমান।

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের শহিদের স্মরণে জাতীয় প্রেসক্লাব আয়োজন করে আলোচনা সভার। যেখানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান রাজনীতির চলমান সংকট তুলে ধরে জানান, রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না। রাজনৈতিক সংস্কৃতি এখনও পাল্টায়নি বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নেয়ার আহ্বান জানান। ক্ষমতাকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পালানোর পথ তৈরি না করারও অনুরোধ জানান তিনি।

শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই সব দ্বিধা কেটে যাবে। দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাবুঝি থাকা জরুরি। কাঁদা ছোড়াছুড়ির সীমা থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘সব মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে। আমরা গোলামিতেই আছি, মুক্ত হতে পারিনি। কিছু বললেই সরকারের লোকজন বলে আমরা আক্রমণ করছি। কথা শোনার কেউ নেই। আপনারা হতাশ হবেন না, আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার করতে পারবো।’

অনুষ্ঠানে দুই শহিদ পরিবার ও পাঁচ সম্পাদককে সম্মাননা দেয়া হয়।

এসএস