মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিশু (১৯) ও পিংকি (৩০)। এছাড়াও এ মামলায় দুই আসামি হুজাইফা এবং সাজু আহমেদ এর ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাদের ১০ বছরের আটকাদেশ দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোরশেদ (৩৫) ও রবিউল (৩৮)। এ মামলায় সুলতানা পারভিন নামে এক নারীকে খালাস প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের নাজমুল নামে এক স্কুলছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করেন কয়েকজন যুবক। মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে। পরে নাজমুলের বাবা বদলগাছী থানায় অভিযোগ করলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামি মিশু ও পিংকিকে মৃত্যুদণ্ডের রায় দেয়। এ মামলার দুই আসামি হুজাইফা এবং সাজু আহমেদ এর ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাদের ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
এদিকে, নওগাঁর মান্দায় ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি এক মেয়েকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও ধারণ করে রেখে দেয় রবিউল ইসলাম নামে এক যুবক। পরবর্তীতে ধর্ষণের শিকার ওই মেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। পরে মান্দা থানা পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামিদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করলে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।