সকালে কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের আনা হয় অস্থায়ী আদালতে।
তবে বিচারক শারীরিকভাবে অসুস্থ থাকায় এদিনের সাক্ষ্যগ্রহণ ও জামিনের আদেশ স্থগিত রাখা হয়েছে বলে জানান বিডিআর মামলা পরিচালনাকারী আইনজীবীরা।
এসময় আসামিদের আইনজীবীরা বলেন, বারবার বারবার জামিনের আদেশ পিছিয়ে নির্দোষ বিডিআর সদস্যদের প্রতি অন্যায় হচ্ছে।
এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও জামিনের বিষয়ে আদেশ ৮ মে।