মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় দেশিয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রতীকী ছবি
দেশে এখন
আইন ও আদালত
0

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশিয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশে। গ্রেপ্তারকৃতের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সকালে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, বুধবার ভোর ৪টা ২৪ মিনিটে ভিকটিম অংগ্যজাই মারমা তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন।

তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখিয়ে, নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।

এছাড়া ভুক্তভোগীর চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

এএইচ