প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যায় তিনজন গ্রেপ্তার

ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী পারভেজ
দেশে এখন
আইন ও আদালত
0

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ (সোমবার, ২১ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আল কামাল, সিফাত, সানি। দুপুর ২টায় তাদেরকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

এর আগে রোববার (২০ এপ্রিল) ভোরে পারভেজ হত্যার ঘটনায় বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করে তার পরিবার।

মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী- ইংরেজি বিভাগের মাহাথির হাসান, আইন বিভাগের আবু জোহর গিফফারি ও বিবিএ বিভাগের মেহরাজ ইসলামকে মূল আসামি করা হয়।

বিস্তারিত পড়তে:

গত শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে পারভেজের বুকে ধারালো বস্তু দিয়ে আঘাত করা হলে তার মৃত্যু হয়।

সেজু