কুড়িগ্রামে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেপ্তার

আটককৃত রাজিউন হক সাগর
আইন ও আদালত
0

বিভিন্ন দপ্তরে সরকারি চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজিউন হক সাগর নামের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল (সোমবার, ২১ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপটেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকুরি দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরে গ্রেপ্তারকৃত রাজিউন হক সাগরকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়।

রাজিউন হক সাগর লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের পুত্র বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্ল্যাহ বলেন, 'মামলা দায়ের হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।'

এসএস