নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল ও পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট

হাইকোর্ট
দেশে এখন
আইন ও আদালত
0

বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল ও কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ (রোববার, ৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিট দায়ের করেন।

নারী কমিশন নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহুবিবাহ বন্ধের সুপারিশও ধর্মবিরোধী। তাই এই কমিশনের সুপারিশ বাতিল চায় রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারে রিট আবেদনে আপত্তি জানানো হয়েছে।

সোমবার রিট আবেদনের উপর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী।

এর আগে, নারী সংস্কার কমিশন থেকে ৩১৮ পৃষ্ঠার সুপারিশ করা হয়।

সেজু