আফতাবনগরে পশুর হাট বসবে না, হাইকোর্টে বিজ্ঞপ্তি স্থগিত

হাইকোর্ট ও কোরবানির জন্য পশুর হাট
দেশে এখন
আইন ও আদালত
0

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না। আজ (রোববার, ৪ মে) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে, ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের এলাকা আফতাবনগর আবাসিক বসতি হওয়ায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

এর আগেও দুই বছর আফতাবনগর পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।

সেজু