সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে ২৫ মে, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামানকে ২৭ মে ও ২৯ মে মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ (বুধবার, ৭ মে) সকাল ১০টার দিকে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে গত ২৪ মার্চ এই তিন জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ। একইসঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ মে দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের পঞ্চম তলায় অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করা হয়। গত ৬ মার্চ ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।