রমনা বটমূলে বোমা হামলা মামলার কার্যক্রম শুরু, রায় ঘোষণা মঙ্গলবার

হাইকোর্ট প্রাঙ্গন
দেশে এখন
আইন ও আদালত
0

চাঞ্চল্যকর রমনা বটমূলে বোমা হামলা মামলার ১৪ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট। তবে আজ রায় ঘোষণা শেষ করা হবে না, আগামী মঙ্গলবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার, ৮ মে) বেলা ১১টা ২০ মিনিটে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।

আদালত বলেন, রায়ে মামলায় সাক্ষীদের বক্তব্য পাঠ শেষে সাজার অংশ পরবর্তীতে ঘোষণা করা হবে।

এর আগে ৩০ এপ্রিল বহুল আলোচিত ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের জন্য ৮ মে দিন ধার্য করেন হাইকোর্ট।

গত ১৮ ফেব্রুয়ারি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ওপর শুনানি শেষ হয়।

২০১৪ সালের ৩০ জুন বিচারিক আদালত হরকাতুল জিহাদের মুফতি হান্নানসহ আট সদস্যকে মৃত্যুদণ্ড ও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রমনার বটমূলে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন অনেকে।

সেজু