পুলিশ জানায়, ভুক্তভোগীর বাবা-মা দুজনেই চাকরির সুবাদে বাইরে থাকেন। সে সুযোগে বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বিল্লাল দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছিলেন।
সবশেষ শনিবার বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের জড়ো করেন ভুক্তভোগীর বাবা। পরে দরজা ভেঙ্গে হাতেনাতে আটক করা হয় বিল্লালকে। এ সময় উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর তাকে পুলিশে সোপর্দ করে।
অন্যদিকে একই দিন বাগবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ রইছ উদ্দিন ও মোহাম্মদ বেলাল নামে আরো দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার তাদের বিরুদ্ধে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।