তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সহযোগী ছিলেন। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।
সোমবার সকালে সৌদি আরবে হজ্বে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আশকোনা হজ্ব ক্যাম্পে নিয়ে রাখেন। সেখান থেকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনাঘাট এলাকায় বিভিন্ন কোম্পানির ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কাঁচপুরে নিহত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।