পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে। পুলিশ হেফাজত থেকে পালানো যুবক জুয়েল খান মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বাঘারপাড়া থানার একটি হত্যা মামলায় ২০২১ সাল থেকে জুয়েল কারাগারে বন্দী ছিল। ইজিবাইক চালককে খুন করে তার বাহন লুটের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। রোববার বিচারাধীন ওই মামলায় যুক্তিতর্কে উপস্থাপনের ধার্য দিন থাকায় তাকে আদালতে পাঠানো হয়েছিল।
যশোর আদালতের পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন জানান, আসামিদের হাজতখানায় নেয়ার জন্য আদালত থেকে বের করে আনার সময় কৌশলে পালিয়ে যায় জুয়েল। তাকে আটক করতে পুলিশের একাধিক টিম সাঁড়াশি অভিযান চালাচ্ছে।