শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি
এখন জনপদে
আইন ও আদালত
0

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিন (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৮ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার ডেফলাই গ্রামের মৃত মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কফিল উদ্দিন এবং তিন কৃষি শ্রমিক ধান কাটার জন্য ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় আসে।

সন্ধ্যায় ধান কাটা শেষ করে আটিগুলো স্থানীয় আলমের বাড়িতে এনে স্তূপ করে রাখছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে হাত মুখ ধোয়ার জন্য কফিল বৈদ্যুতিক পাম্প সংযুক্ত টিউবওয়েলে হাত দেয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিনের মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ