এটিএম আজহারের মুক্তির আদেশ ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম
দেশে এখন
আইন ও আদালত
0

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ (মঙ্গলবার, ২৭ মে) বিকেলে আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় হাতে পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মুক্তির আদেশ দেয়। এ আদেশ কপি পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে।

এটিএম আজহারুলের আইনজীবীদের আশা, আগামীকাল (বুধবার, ২৮ মে) সকালে তিনি কারামুক্ত হবেন। আইনজীবী শিশির মনির বিকেলে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, ‘আশা করি, আগামীকাল সকালে (৯-১০টা) এটিএম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।’

এই মামলায় আপিল বিভাগ পূর্বের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেন। আদালত জানায়, তার মুক্তিতে আর কোনো বাধা নেই। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতিক্রমে আজ সকালে এ রায় দেন।

আরো পড়ুন:

আদালতে আজহারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকসহ আরও কয়েকজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার।

শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়।

আসু