হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তিনি। পরে উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।
এছাড়া যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা মামলায় সাবেক মেয়র আনিসুল হক, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।