এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। শুনানি শেষে দু’পক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রীও সন্তুষ্ট জানায়।
গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে যে তরুণী মামলা করেছিলেন, তাকে গত ১৯ জুন কারাগারে বসেই বিয়ে করেন নোবেল। বিয়েতে কাবিন ধরা হয় ১০ লাখ টাকা। দু’পক্ষ থেকে দুজন করে সাক্ষী উপস্থিত ছিলেন। আধা ঘণ্টার মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেলে যে যার মত করে চলে যান। আগের দিন ১৮ জুন নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে কারাগারে বিয়ে করার অনুমতি দেয় আদালত।
এর আগে মামলার রাতেই নোবেলকে ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।