‘মব’ সৃষ্টি করে সাবেক সিইসিকে মারধর; গ্রেপ্তার ৩ স্বেচ্ছাসেবক দল নেতার জামিন

আটককৃত মো. হানিফ
আইন ও আদালত
0

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে ঘিরে ‘মব’ সৃষ্টি করে তাকে জুতার মালা পরিয়ে মারধরের অভিযোগে গ্রেপ্তার তিন স্বেচ্ছাসেবক দল নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ২৫ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া তিনজন হলেন—স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২২ জুন উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাড়িতে সাবেক সিইসি কেএম নূরুল হুদার ওপর হামলা হয়। তাকে উদ্ধার করে পুলিশ নিরাপদে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় এ তিনজনসহ ছয়জনকে আসামি করা হয়।

এনএইচ