জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার শুরু

অব্যাহতির আবেদন খারিজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
দেশে এখন
আইন ও আদালত
0

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতির আবেদন খারিজ করার মধ্যে দিয়ে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিচার কাজ শুরু হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশনাসহ ৫টি অভিযোগ আনা হয়েছে। তারসঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

অভিযোগ থেকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেয়া হয়েছে। আইন অনুযায়ী ২১দিন পরে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

এদিকে ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলার পলাতক ২৬ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে, গত ৭ জুলাই ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের তারিখ ধার্য করা হয়।

এএইচ