আবু সাঈদ হত্যা: ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আবু সাঈদ
আইন ও আদালত
0

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি আগামী ২২ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও অন্য মামলায় গ্রেপ্তার থাকা দুইজনকেও মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ১৩ জুলাই) আদালত এ নির্দেশ দেন।

আজ সকাল ১০ টায় প্রথমে দুই মামলায় আটক ১২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আসামি রাফিউল হাসান রাসেলকে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার।

আরেকজন বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। তাদের দু’জনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া, পলাতক ডিসি হাসিবুরসহ ২৪ জনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এদিন, দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক ৮ জনকে তোলা হয় আদালতে। এরপর আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে, গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এর আগে গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এদিকে, আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল ২। এ মামলায় মোট আসামি ৩০ জন। যাদের মধ্যে ২৪ জনই পলাতক।

এএইচ