আজ (বুধবার, ১৬ জুলাই) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জাহাঙ্গীর আলমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে জাহাঙ্গীর বলেন, ‘আমরা হেলিকপ্টার থেকে গুলি করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা। এক বছর আগে গ্রেপ্তার হয়েছি, এখনো প্রমাণ পায়নি পুলিশ। অসত্যের একটা সীমা আছে।’
রাষ্ট্রপক্ষ তার এই বক্তব্যের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘জুলাই মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় আপনি সঙ্গে ছিলেন। তখন ওয়ারি জোনের ডিসি ইকবাল আপনাদের বলেছিল, ‘‘স্যার একটা মারলে আরেকটা আসে’’। সেদিন আপনারা গুলির নির্দেশ দেন। পরে যাত্রাবাড়ীতে অসংখ্য ছাত্র-জনতা নিহত হয়। এসব হত্যার দায় আপনাদের।’ শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, সাংবাদিক মেহেদী হত্যাসহ পৃথক একটি মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।