চট্টগ্রামে ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
এখন জনপদে
আইন ও আদালত
0

চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ওপর হামলা, ভাঙচুরসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবীরা জানান, আজ মোট ৫টি মামলায় তার শুনানির দিন ধার্য ছিলো। চিন্ময় কৃষ্ণের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম শুনানিতে অংশ নেয়। আদালতে উভয়পক্ষের দীর্ঘ শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া পাহারায় ছিলো।

এসময় আদালতে আসা বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছর ২৬ নভেম্বর রাষ্ট্রদোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হলে সেখানে হামলা করে ইসকন সমর্থকরা। এসময় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

এনএইচ