রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবীরা জানান, আজ মোট ৫টি মামলায় তার শুনানির দিন ধার্য ছিলো। চিন্ময় কৃষ্ণের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম শুনানিতে অংশ নেয়। আদালতে উভয়পক্ষের দীর্ঘ শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া পাহারায় ছিলো।
এসময় আদালতে আসা বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছর ২৬ নভেম্বর রাষ্ট্রদোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হলে সেখানে হামলা করে ইসকন সমর্থকরা। এসময় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।