আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে শুনানি শেষ

আবু সাঈদ
আইন ও আদালত
0

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি আগামীকাল (মঙ্গলবার, ২৯ জুলাই)। আজ (সোমবার, ২৮ জুলাই) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে সকালে আবু সাঈদ হত্যার মামলায় গ্রেপ্তারকৃত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন আসামির পক্ষে দুজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট।

আরও পড়ুন

এছাড়া লক্ষ্মীপুর পাঁচজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীসহ দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার তিনজনকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল -২।

এসএস