আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন, বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আবু সাঈদ
আইন ও আদালত
0

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় গ্রেপ্তার ৩০ আসামির অব্যাহতির আবেদন খারিজ করা হয়েছে।

আজ (বুধবার, ৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে সকালে মামলার গ্রেপ্তার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

গত ৩০ জুলাই, আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশের জন্য ৬ আগস্ট দিন নির্ধারণ করেছিল ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গত ২২ জুলাই ট্রাইব্যুনাল-২ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৮ জন এবং লক্ষ্মীপুরের একটি মামলায় ৩ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এনএইচ