শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

হাইকোর্ট
আইন ও আদালত
0

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) এ আদেশ দেন হাইকোর্ট।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার আবদুল্লাহ আল নোমান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

২০১৮ সালের ৬ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয় এবং ১২ আগস্ট তাকে আটক করা হয়।

আরও পড়ুন:

ওই বিক্ষোভের সময় নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশার চিত্র ক্যামেরাবন্দি করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ও ফেসবুকে সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।

এরই সূত্র ধরে তিনি তখন টানা ১০৮ দিন কারাবন্দি অবস্থায় ছিলেন।

এসএইচ