শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য শুরু

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়
আইন ও আদালত
0

রাজউকের পূর্বাচলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ আসামিদের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। শুরুতে সাক্ষ্য দিচ্ছেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।

আজ (সোমবার, ১১ আগস্ট) আরো সাক্ষ্য দেবেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ মোট আসামি ৪৭ জন। অন্য আসামিরা হলেন- সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ ১৬ জন।

এনএইচ