আনিসুল হক ও ইসির সাবেক সচিব হেলালউদ্দিনকে গ্রেপ্তার দেখালেন আদালত

বৈষম্যবিরোধী আন্দোলন ও প্রহসনের নির্বাচন মামলা

হাইকোর্ট
আইন ও আদালত
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশরাফুল প্রকাশ ফাহিমকে হত্যার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রহসনের নির্বাচনে জড়িত থাকার অভিযোগে সাবেক নির্বাচন কমিশনের সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। সকালে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগ করেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলন দমনের নামে লালবাগ থানার আজিমপুর এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে সাবেক নির্বাচন সচিব হেলালউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখতে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং প্রহসনের নির্বাচনে সহযোগিতা করেছেন।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তাদের জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আনিসুল হক ও হেলালউদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এনএইচ