আজ (সোমবার, ১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান।
শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান এ আদেশের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায়বিচার পাবেন বলে প্রত্যাশা করেন।