যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ছেলে সেলিম রেজা, কুন্নু, হামিদ, তার ভাই আরশেদ আলী, আব্দুস সামাদ ও ইদ্রিস আলী।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান বলেন, ‘২০১২ সালের ২৩ আগস্ট বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতার জেরে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওসমান গনির উপরে হামলা করা হয়। এসময় চিৎকারে তার ছেলে সাব্বির হোসেন, ভাই মতিন, রমজান আলী এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আসামিরা। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যায়।’
এ ঘটনায় ঐ দিনই ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ তদন্ত, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।