জুলাই গণঅভ্যুত্থান: শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্যগ্রহণ কাল

নিহত আবু সাঈদ
আইন ও আদালত
0

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল-২ এ সূচনা বক্তব্য আজ উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আদালতে আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তুলে ধরেন।

আজকের (বুধবার, ২৭ আগস্ট) শুনানিতে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ ছয়জন গ্রেপ্তার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। এ মামলায় ছয়জন গ্রেপ্তার থাকলেও বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন:

মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয় ৩০ জুন এবং ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। এছাড়া, অন্য এক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল আলম ও দেলোয়ার হোসেনকেও হাজির করা হয়েছে।

আদালত আগামীকাল সাক্ষ্যগ্রহণ শুরু করবেন।

ইএ