আজকের (বুধবার, ২৭ আগস্ট) শুনানিতে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ ছয়জন গ্রেপ্তার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। এ মামলায় ছয়জন গ্রেপ্তার থাকলেও বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন:
মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয় ৩০ জুন এবং ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। এছাড়া, অন্য এক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল আলম ও দেলোয়ার হোসেনকেও হাজির করা হয়েছে।
আদালত আগামীকাল সাক্ষ্যগ্রহণ শুরু করবেন।