আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আবু সাঈদ
আইন ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি শুরু হবে।

এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আরও পড়ুন:

এরপর ট্রাইব্যুনালে আবু সাঈদকে গুলি করার দুটি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

সকালে এ মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে এ মামলার আসামি বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন।

সেজু