যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, জুয়েল রানা। এরা সকলে গাংনী উপজেলার করমদী গ্রামে বাসিন্দা। এছাড়া দণ্ডপ্রাপ্ত রাজিব সর্দার রাজশাহী জেলার বাঘা উপজেলায় । এদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোররাতের দিকে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ । এসময় ট্রাক থেকে ৪৬০টি বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলসহ চার জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যায়।
আরও পড়ুন:
পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয় আদালতে।
আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজম খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম।