শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন

মানবতাবিরোধী অপরাধের মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয়। টেলিভিশনে আন্দোলন প্রত্যাহারে বক্তব্য দিতে বাধ্য করা হয়। যার মূল দায়িত্ব ছিল ডিজিএফআই ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের।’

২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে করার মাস্টারমাইন্ড ছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, জবানবন্দিতে এমন তথ্যও দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এসএস