গতকাল (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়ার সময় জুলাই-আগস্টের গণহত্যার দায় স্বীকার করে নিহত-আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে এ নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে বলেও জবানবন্দিতে জানান চৌধুরী মামুন।
আরও পড়ুন:
চৌধুরী আবদুল্লাহ আল মামুন দাবি করেন, আন্দোলনে এতো নৃশংসতার বিষয়ে তখন তার ধারণা ছিলো না। ছাত্র-জনতার ওপর পুলিশের গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো এবং আহতদের চিকিৎসায় বাধা দেয়ার মতো অমানবিক ঘটনায় তিনি মর্মাহত লজ্জিত ও অনুতপ্ত বলেও ট্রাইব্যুনালকে জানান।
এদিকে, গত বছরের ৫ আগস্ট চানখারপুলে শহিদ আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় ট্রাইবুনাল-১ এ পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এ মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ৪ আসামিকেও সকালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।