পারভেজ হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৩ দিনের রিমান্ড

অভিনেতা সিদ্দিকুর রহমান
আইন ও আদালত
1

রাজধানীর গুলশান থানায় করা ফার্নিচার কর্মচারি পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে দুপুরে এ মামলায় সিদ্দিকুরকে আদালতে হাজির করে তাকে ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে তিন দিন রিমান্ডের অনুমতি দেন।

আরও পড়ুন:

গত ২৯ এপ্রিল সিদ্দিকুরকে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সিদ্দিকুরকে রমনা থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে সিদ্দিকুরকে গুলশান থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এরপর জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন আদালত।

এসএস