আশুলিয়ায় শাওন হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
আইন ও আদালত
0

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়া থানার তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। ঢাকা জেলার কোর্ট পরিদর্শক হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একই থানায় শাকিল আনোয়ার নামে এক চাকরিজীবীকে হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন:

এর আগে, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আসামি আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর শাকিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামি এনামুরকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন।

এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ড. এনামুরকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

ইএ