চানখারপুলে ৬ হত্যা মামলায় আজ শহিদ আনাসের মায়ের সাক্ষ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

চানখারপুলে ৬ জন হত্যা মামলায় আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শহিদ আনাসের মাসহ চারজন সাক্ষ্য দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে মামলার গ্রেপ্তার চার আসামি—বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও ইমনকে হাজির করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট ৮ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের হত্যা মামলায়ও আজ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য গ্রহণ হচ্ছে। এদিন রংপুরের স্থানীয় এক সিনিয়র সাংবাদিককে জেরা করা হবে।

আরও পড়ুন:

এর আগে, গত ২৮ আগস্ট শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার আশা ব্যক্ত করেন। এ মামলার গ্রেপ্তার ৬ আসামিকেও আজ আদালতে হাজির করা হয়েছে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলার আসামিদেরও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এবি এম ফজলে করিম চৌধুরীসহ আরও চারজন আসামি।

এসএইচ