নাশকতার দুই মামলায় মির্জা আব্বাসসহ ৪৫ জনকে অব্যাহতি

আসিফ হোসেন
ঢাকা
গণমাধ্যমে কথা বলছেন মির্জা আব্বাস
আইন ও আদালত
0

পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এ মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাংচুরের ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তী এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা কর্মী কারাভোগ করেন।

এ দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামী কিন্তু তিনি মৃত্যুবরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সকলকে অব্যাহতি দেয়া হয়।

এএইচ