মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা

মানিকগঞ্জ
ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
এখন জনপদে
আইন ও আদালত
1

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। সহযোগিতা করেন জেলা ক্যাবের সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ, জেলা পুলিশের একটি টিম।

অভিযানে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘অভিযোগ ছিল থ্রি স্টার ফিলিং স্টেশন পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।’

এএইচ