আজ (শনিবার, ২৩ আগস্ট) বাজারে প্রতি হালি ডিমে পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে লেয়ার বাদামি রঙের ডিম ৫০ টাকা, লেয়ার সাদা রঙের ডিম ৪৫ টাকা, হাঁসের ডিম ৮০ টাকা, দেশি মুরগির ডিম ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:
অন্যদিকে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় খামার থেকে লেয়ার মুরগি বিক্রি কমে গেছে। বাজারে মুরগির সরবরাহকারী কমে যাওয়ায় প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩২০ দরে।
অন্যদিকে ব্রয়লার মুরগির খামার পর্যায়ে উৎপাদন কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে ক্রেতারা। পুষ্টির চাহিদা মেটাতে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের।