আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে রাজধানীর ৩০ পয়েন্টে ট্রাকে শুরু হচ্ছে নিত্যপণ্য বিক্রি। শুক্রবার আর শনিবার বাদে সপ্তাহের অন্যান্য দিন এই সেবা পাবেন রাজধানীবাসী।
সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ট্রাকগুলো প্রতিদিন জায়গা পরিবর্তন করে এই সেবা দিবে। একজন ক্রেতা ট্রাক থেকে ডাল, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেল কিনতে পারবেন।
ট্রাক থেকে প্রতি কেজি মসুরের ডাল ৭০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকায় কেনা যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ২ কেজি করে পণ্য কিনতে পারবেন। লিটার প্রতি সয়াবিন তেল কিনতে পারবেন ১০০ টাকায়।
প্রতিদিন ৯ হাজারজন এই সেবা পাবে। বাণিজ্য সচিব আরও জানান, 'এটা সাময়িক ব্যবস্থা, কারণ আমরা প্রত্যাশিত দাম ধরে রাখতে পারিনি। অনেকেই কার্ড করতে পারেনি তাদের জন্য এই ব্যবস্থা, এতে অনেক পরিবার উপকৃত হবে। নিত্যপণ্যের দাম কমে আসলে ট্রাক সেল বন্ধ করে দেওয়া হবে।'
এদিকে গতকাল পর্যন্ত ১০ হাজার ৯৫ টন আলু আমদানি হয়েছে। ২৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমদানি হয়েছে ৬২ হাজার। কোল্ড স্টোরেজে জেলা প্রশাসনের তদারকি বাড়ানো হয়েছে। এছাড়া খাদ্যপণ্যের আমদানি নিশ্চিত করতে এলসিতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।