আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫৩ টাকা কেজি দরে। রসুন ১৪২ থেকে ১৪৫ এবং আদা মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ১১০ টাকা কেজিতে।
ব্যবসায়ীদের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকলেও বেচাবিক্রি এখনও ঈদের আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। সাধারণত খাতুনগঞ্জের চার হাজারের বেশি দোকান ও গুদামে প্রতিদিন গড়ে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা অনেকটাই নিচে নেমে এসেছে।