গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি চার থেকে নয় টাকা বেড়েছে। আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৬ ও আটাইশ ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
তবে দাম বাড়েনি ব্রয়লার মুরগির। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকায়। এদিকে দাম বেড়েছে শাক-সবজি আর মাছেরও গত সপ্তাহে শাক-সবজির দাম কিছুটা কম থাকলেও এ সপ্তাহে এসে দেখা গেছে প্রত্যেক ধরনের সবজিতেই কেজিতে বেড়েছে প্রায় দশ টাকা। আর নানা অজুহাতে বেড়েছে মাছের দামও।