নগরের কর্ণফুলী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদের আগে ও পরে দুই মাস চালের দাম কমতির দিকে ছিল। কিন্তু জুনের শেষ সপ্তাহে এসে বাড়তে শুরু করে দাম।
এর মধ্যে সরু চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। কাটারি, জিরাশাইল, নাজিরশাইল ও মিনিকেটসহ প্রায় সব চালের দাম কেজিতে ৪ থেকে ৯ টাকা পর্যন্ত বেড়েছে।
আড়তে মোটা চাল কেজিপ্রতি ৫৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। জিরাশাইল ও মিনিকেট আতপ বিক্রি হচ্ছে ৭৫ টাকার মধ্যে। ঘাটতি না থাকার পরও দাম বাড়ায় তা নিয়ে অসন্তোষ জানান ক্রেতারা। তারা এগুলোকে সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করেন।
তারা মনে করেন, প্রশাসনের গাফিলতিতে সংকট তৈরি হচ্ছে। এ ছাড়া, চালের বাজার এখন কোনো তদারকির মধ্যে নেই বলেও জানান তারা।