টানা কয়েকদিনের বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমা এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াতে দাম বেশি বলছেন সংশ্লিষ্টরা। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। আর বেগুন মানভেদে ১২০ থেকে ১৬০। পটল ৫০ থেকে ৬০, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচা পেঁপে ৪০ থেকে ৫০ আর কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা কেজি।
বিক্রেতারা বলছেন, গেল শুক্রবারেরও এসব সবজির দাম কেজিতে ১০ টাকা কম ছিল। আর ক্রেতার অভিযোগ বাজারে নজরদারি নেই সরকারের। বাজারে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। আর সোনালী মুরগির দর ৩০০ থেকে ৩২০ টাকা।
ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের ১২০ টাকা ডজন দরেই। সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের দর। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা কেজি দরে। পাঙ্গাশ ২০০ থেকে ২৫০, তেলাপিয়া ২০০, রুই ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।