শরীয়তপুরে সবজির সরবরাহ কম, বেড়েছে দাম

সবজির বাজার
কাঁচাবাজার
বাজার
0

শরীয়তপুরে সবজির সরবরাহ কমেছে, বেড়েছে অধিকাংশ সবজির দাম। টানা বৃষ্টির কারণেই উৎপাদন কমে যাওয়ায় বাজারের সবজির সরবরাহ কম। যার ফলে কাঁচামরিচ ২০০ টাকা, পেঁয়াজ ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ৬৫ টাকা ধরে বিক্রি হচ্ছে।

এছাড়া বেড়েছে ঢেঁড়স, বেগুন, চিচিঙ্গার দাম। তবে ৫টাকা কমে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু। এদিকে স্বাভাবিক রয়েছে মাংসের বাজার। গত দুই সপ্তাহ ধরেই একই দরে বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার ১৫০ টাকা, লেয়ার ৩০০ টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। তবে গরু ও খাসির চাহিদা কম থাকায় বিক্রি কমেছে।

আরও পড়ুন:

৭৫০ টাকা ধরে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস এবং খাসি বিক্রি হচ্ছে ১২০০ টাকা ধরে।

মুরগি ব্যবসায়রা বলছেন সরাসরি খামার থেকে কেনার সুযোগ থাকলে আরো কম দামে বিক্রি করা সম্ভব। আর ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ার কারণে কম পরিমাণ সবজি কিনছেন।

সেজু