টানা বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। সবজির পাশাপাশি মুরগি, মাছ ও ডিমের দামও বেড়েছে।
লেয়ার মুরগি বর্তমানে কেজি প্রতি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩০০ টাকা। বিভিন্ন প্রজাতির মাছের দামও কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দাম এক লাফে হালিপ্রতি ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।
আরও পড়ুন:
এছাড়া পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় এবং আদা কেজিতে ১০০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলছে।