সরবরাহ কমের অজুহাতে বগুড়ায় লাগামহীন সবজির দাম

বাজারের বিভিন্ন সবজি
এখন জনপদে , কাঁচাবাজার
বাজার
0

বগুড়ায় লাগামহীন সবজির বাজার, কোনো কোনো সবজির কেজি ছাড়িয়েছে একশো টাকা। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা, তবে পাইকারি বাজারে তারা সবজি কিনছেন অনেক কম দামে। পাইকারি এবং খুচরা বাজার দরের এত তারতম্যের কোনো সদুত্তর নেই সবজি ব্যবসায়ীদের কাছে।

বিরূপ আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হলেও হাট বাজারে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক। এরপরও গত এক সপ্তাহে কোনো কোনো সবজির দাম একশ টাকা ছুঁয়েছে। নিত্যপ্রয়োজনীয় এ সবজি কিনতে সংসারে টানাপোড়েন বেড়েছে সল্প আয়ের মানুষের। তারা চান বাজার নিয়ন্ত্রণ।

সবজির দর দামে বড় ধরনের ফারাক লক্ষ্য করা গেছে পাইকারি এবং খুচরা বাজারে। পাইকারিতে ৪০ টাকার পটল, ৭০ টাকার করলা মাত্র ১০ কিলোমিটার দূরে বিক্রি হচ্ছে ৬০ ও ১০০ টাকায়। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই অবস্থা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে লাভ করছেন ২০ থেকে ২৫  টাকা।

আরও পড়ুন:

বাজারে দাম বেশি হলেও কৃষকের ভাগ্যে লাভের অংশ জোটে যৎসামান্যই। কূটকৌশলে ব্যবসায়ীদের হাতেই থাকছে লাভ। মহাস্থানগড় হাটে একাধিক সবজি বিক্রেতার অভিযোগ, ৪২ কেজিতে মণ নেয়ার পরও দরদাম ঠিক করে কম টাকা পাওয়ার।

এছাড়া পাইকারি ও খুচরা বাজারের দরের তারতম্যের কারণ হিসেবে গতানুগতিক পরিবহন, লেবারসহ আনুসঙ্গিক খরচ বৃদ্ধির কথা জানান হাটের আড়ৎদাররা।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) মহাস্থানগড় পাইকারি হাটে প্রতি কেজি পটল ৩৭, বেগুন ৫০, করলা ৭০, কচুর মুখী ২৫, আলু ২২, বরবটি ৩৫, প্রতি পিস লাউ ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে।

এসএইচ