বগুড়ার বাজারে চড়া সবজির দাম

সবজির বাজার
কাঁচাবাজার
বাজার
0

বগুড়ার বাজারে চড়া সবজির দাম। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার বেশি, কোনটি ছাড়িয়েছে শতকের ঘর। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় বাড়ছে দাম। তবে পাইকারি বাজারের ব্যবসায়ীরা কম দামেই কিনছেন সবজি। পাইকারি এবং খুচরা বাজার দামের বিশাল তারতম্যের কোনো সদুত্তর নেই সবজি ব্যবসায়ীদের কাছে।

বিরূপ আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হলেও বাজারে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এরপরও গত এক সপ্তাহে কোন কোন সবজির দাম ছুঁয়েছে ১০০ টাকার ঘর। নিত্য প্রয়োজনীয় এ সবজি কিনতে সংসারে টানাপড়েন বেড়েছে স্বল্প আয়ের মানুষের।

সবজির দামে বড় ধরনের ফারাক লক্ষ্য করা গেছে পাইকারি এবং খুচরা বাজারে। পাইকারিতে ৪০ টাকার পটল, ৭০ টাকার করোলা মাত্র ১০ কিলোমিটার দূরে বিক্রি হচ্ছে ৬০ ও ১০০ টাকায়। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই অবস্থা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে ব্যবসায়ীর লাভ ২০ থেকে ২৫ টাকা।

আরও পড়ুন:

এদিকে, বাজারে দাম বেশি হলেও কৃষকের ভাগ্যে লাভের অংশ জোটে সামান্যই। ব্যবসায়ীদের হাতেই থেকে যায় লাভের বড় অংশ। কৃষকের অভিযোগ, ৪২ কেজিতে মন দেওয়ার পরও ঠিক দাম পান না তারা।

পাইকারি ও খুচরা বাজারের দামের এমন পার্থক্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের শক্ত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা।

সেজু