ব্যবসায়ীরা বলছে, চাল আমদানির পরিমাণ আরও বাড়লে কমতে পারে চালের দাম। এছাড়াও আমদানিকৃত চাল বাজারে এখনো পৌঁছায়নি। পুরো দমে চাল বাজারে পাওয়া গেলে কমে যাবে দামও।
আরও পড়ুন:
বাজারে মিনিকেট চাল ৭৪ টাকা, নাজিরশাইল ৯০ টাকা, বাসমতি ৯০ টাকা, আটাশ ৫৮ টাকা এবং কাজললতা ৬৬ টাকা থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা বলছে, সিন্ডিকেটের কারসাজির কারণে যেন চালের বাজার অস্থিরতা না করতে পারে এরজন্য নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণের দাবি।